গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ৪১-৫০ এবং ৭১-৮০ বছরের মধ্যে।

চলতি বছর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ জন, আর মোট শনাক্ত ৩৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৭২টি নমুনা পরীক্ষা করে শনাক্তের হার পাওয়া গেছে ৫.৭৭ শতাংশ।