সিবিএন ডেস্ক ;
আমি এক রাতজাগা পাখি,
নীরব আকাশে ভেসে থাকি।
চাঁদের আলোয় ভেজে ডানা,
চাঁদের শহরে উরি একা।
আমি এক রাতজাগা পাখি,
আলোর নিচে ছায়া আঁকি।
শিশির ঝরে, বাজে গান,
রাতের বুক চিরে আসে অবসান।
রাতের আঁধার ভেদে চেয়ে,
আলো খুঁজি নিরুদ্দেশ প্রয়ে।
বাতাস কাঁপে, ওড়ে ডানা,
জীবন যেন অবিরাম যাতনা।
চাঁদের কষ্টের ভাষা জানি,
তারার নিঃশব্দ কান্না মানি।
তারা ডুবে সময়ের ঢেউয়ে,
আমি উরি একা, অসীমের বেউয়ে।
আমি জাগি, আমি শুনি,
রাতের বুকের চাপা সুর বুনি।
ভোরের আগে মুছে সব ছায়া,
তবু খুঁজি স্বপ্নের মায়া।
আমি উড়ি সময়ের সীমানায়,
বাতাসের কানে বলি না-শুনা হায়।
আলো ছোঁয়ার তৃষ্ণা বুকে,
জেগে থাকি ব্যথা চুকে চুকে।
আমি এক রাতজাগা পাখি,
ঘুমহীন স্বপ্নের নীরব সাক্ষী।
জানি, একদিন ক্লান্ত হবো,
তবুও আকাশে শেষবার উড়বো।