সিবিএন ডেস্ক

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী— এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ এখন মানবিক ও সক্রিয় পুলিশ দেখতে চায়, সেই দিকেই আমরা এগোচ্ছি।

‘পুশ-ইন’ প্রসঙ্গে উপদেষ্টা জানান, ভারতে যদি কোনো বাংলাদেশি নাগরিক থাকে, তাদের উপযুক্ত প্রক্রিয়ায় পাঠালে গ্রহণ করা হবে, অন্যথায় নয়। বিষয়টি ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এছাড়া, শনিবার রাজধানীর উত্তরা এলাকায় র‍্যাব পরিচয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।