টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩২ ঘণ্টা পর মোহাম্মদ ইসমাইল (২৪) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৪ জুন) দুপুর ২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইসমাইল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে ভেসে যান ইসমাইল। তাঁর খোঁজে নদী ও আশপাশে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি।
আজ দুপুরে বাহারছড়া ঘাট এলাকায় একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিহতের পরিবার লাশ শনাক্ত করেছে এবং পরিবারের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
