সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদরের খুরুশকুল কেন্দ্রীয় মনুপাড়া সমাজ কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন বাদ মাগরিব মনুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল হক।
সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ, যুব সমাজ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাজ কমিটির নতুন নির্বাহী কমিটি গঠন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে আজমল হুদা এবং সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসাবে নুরুল কবির জীবন-কে দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ও স্বচ্ছ নেতৃত্ব দেবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় অনুষ্ঠানের সভাপতি জনাব সিরাজুল হক, সমাজে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয় এবং এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এটি ছিল মনুপাড়ার মানুষের মিলনমেলা, যেখানে আনন্দ, ঐক্য ও দায়িত্ববোধ একসাথে উদযাপিত হয়। কেন্দ্রীয় মনুপাড়া সমাজ কমিটির এ উদ্যোগ আগামী দিনে সমাজে ইতিবাচক পরিবর্তন ও অংশগ্রহণমূলক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করবে—এমনটাই প্রত্যাশা সকলের।
অনুষ্ঠান শেষে সকল সদস্য ও অতিথিবৃন্দের অংশগ্রহণে রাতের খাবার পরিবেশন করা হয়, যা ঈদের আনন্দ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।