চকরিয়া সংবাদদাতা ;
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি লাল ব্রিজ এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত নারী বুলবুল আক্তার (২৭), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাত করে হত্যার পর ওই নারীর মরদেহ ফেলে রেখে গেছে কেউ। নিহতের পেটের দুই পাশে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত করছে।