সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে নিখোঁজ হওয়া এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সোনারপাড়া এলাকার রেজুখালের মোহনা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দূর্জয় সরকার।
নিহত শিশুর নাম শফর আলী (১২)। সে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে শফর আলী বন্ধুদের সঙ্গে ইনানী সৈকতে ঘুরতে যায়। সেখানে গোসল করার সময় হঠাৎ সাগরের ঢেউয়ে ভেসে যায় সে। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। পরদিন সকালে রেজুখালের মোহনায় ভেসে ওঠে তার মরদেহ।
শিশুটির মা আনোয়ারা বেগম জানান, “সকালে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল শফর। পরে শুনি সাগরে গোসল করতে গিয়ে ভেসে গেছে। সারাদিন খোঁজাখুঁজি করেও পাইনি। আজ সকালে তার লাশ পাওয়া গেছে।”
এসআই দূর্জয় সরকার বলেন, “রেজুখালের মোহনায় শিশুটির লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে শিশুটি ডুবে মারা গেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”