আবুল কাশেম, রামু:
কক্সবাজারের রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাগলিয়াকাটা এলাকায় জমি দখলের চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির আহমদ তার বড় ছেলে নুরুল আবছার, মেজ ছেলে সাহাব উদ্দিন এবং আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ছাগলিয়াকাটা এলাকার বাসিন্দা মতিউর রহমানের মালিকানাধীন একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালান। এ সময় মতিউর রহমানের স্ত্রী পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মনির আহমদের ছেলে নুরুল আবছারকে আটক করে।
রামু থানা পুলিশ জানিয়েছে, জমি দখলের চেষ্টার ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।