টেকনাফ সংবাদদাতা ;

উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড আবারও মানবিক উদ্যোগ নিয়েছে। সোমবার (৯ জুন) সেন্টমার্টিন দ্বীপে এক দিনের বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাহিনীটি।

কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী’র ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনে ১৮৪ জন দরিদ্র, দুস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ক্যাম্প চলাকালে এক হৃদয়বিদারক ঘটনারও জন্ম হয়। বেলা ১১টার দিকে বাজারপাড়া এলাকার এক নারী পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে ডিটারজেন্ট পান করেন। তাকে দ্রুত ক্যাম্পে নিয়ে এলে কোস্ট গার্ডের মেডিকেল অফিসার তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, “উপকূলীয় এবং নদীতীরবর্তী সুবিধাবঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় থেকেছে, ভবিষ্যতেও থাকবে। জনসেবামূলক এসব কার্যক্রম আমাদের নিয়মিত কর্মসূচির অংশ।”

বাংলাদেশ কোস্ট গার্ডের এই মানবিক উদ্যোগ সেন্টমার্টিনের স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।