টেকনাফ সংবাদদাতা ;
কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি বিশেষ অভিযানে আলোচিত মাদক চোরাকারবারি জাহাঙ্গীর আলম (৪০) কে আটক করা হয়েছে। সোমবার (৯ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে খারাংখালী বিওপি’র টহল দলের অভিযানে তাকে আটক করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জাহাঙ্গীর আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী গ্রামের বাসিন্দা এবং চলতি বছরের ২৮ মে হ্নীলা বিওপির একটি অভিযানে বিজিবি সদস্যদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।
বিজিবি জানায়, ওই অভিযানে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন লোক বিজিবির অপারেশন কার্যক্রমে বাধা দেয় এবং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বিজিবি টহলদলের সদস্যরা আহত হন। পরে টেকনাফ মডেল থানায় এ ঘটনায় একটি মামলা (নম্বর- ৬৮/৩৬১, তারিখ- ২৮ মে ২০২৫) দায়ের করা হয়।
আটকের সময় জাহাঙ্গীর আলমের অনুসারীরা রাস্তা অবরোধ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তবে দ্রুত বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ওই এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটককৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।