সিবিএন ডেস্ক ;
কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বাহারছড়া গ্রামের নুরুজ্জামান (খুইল্লা) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক মোহনার বুক কিলানীর চর নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ ধরতে গিয়ে তিনি সাগরে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে নামে।
তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা নুরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করেছেন।