সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কাউকে হয়রানি করা হবে না-এটাই আমাদের অবস্থান। মামলা হওয়ার পর যাচাই-বাছাই শেষে আইনগত সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই নীতিমালা দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য।”

তিনি আরও জানান, বিষয়টি তদারকির জন্য মন্ত্রণালয়ের একটি তিন সদস্যের কমিটি কাজ করছে।

ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “ছোটখাটো চুরি-ছিনতাই ছাড়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালোভাবে কাজ করছে।”

এ সময় তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের খাবার, থাকার ব্যবস্থাসহ নানা বিষয়ে খোঁজখবর নেন।

প্রসঙ্গত, রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। চিকিৎসার উদ্দেশ্যে গত ৮ মে তিনি ব্যাংকক যান। ফিরে আসার পর তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলার প্রসঙ্গ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।