সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের চকরিয়ার বদরখালী ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে সাতটি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—মহেশখালী উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার মো. সাইফুল এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. আইয়ুব।
সূত্রে জানা গেছে, মহেশখালী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশায় পানের বস্তার ভেতরে করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বদরখালীতে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালায়। এসময় পানের বস্তার ভেতর থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং সিএনজিতে থাকা দুইজনকে আটক করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৯ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করা হবে।