সিবিএন ডেস্ক
আগামীকাল সোমবার (৯ জুন) চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
এছাড়াও, ১১ জুন ড. ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
গত বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার এই সফরকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা প্রবাসীদের সঙ্গে সরকারের সম্পর্ক জোরদারের একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। তাঁকে স্বাগত জানাতে কমিউনিটি ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গভীর। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সবচেয়ে বড় প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর আবাসস্থল।
এদিকে, সফরকালে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ নিয়ে আলোচনার উদ্দেশ্যে তিনি এই সাক্ষাৎ চান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৪ জুন সফর শেষে দেশে ফিরবেন।