মো: আরকান, পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ‘ফ্যামেলি বাজার’ নামে প্রতারণামূলক একটি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫২ বোতল নিম্নমানের ভোজ্যতেল জব্দ করেছে সেনাবাহিনী ও প্রশাসন। একই অভিযানে শহিদুল ইসলাম ও জাকের উল্লাহ নামের দুই প্রতারককে আটক করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

বুধবার (৪ জুন) রাত ৮টার দিকে পেকুয়ার সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনায় শহীদ ম্যানশনে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে দেখা যায়, “ফ্যামেলি বাজার” নামের একটি সংগঠনের ব্যানারে রেশন কার্ড বিতরণের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে নিম্নমানের ও ওজনে কম তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় ২৫২ বোতল ভোজ্যতেল জব্দ করা হয়, যার লেবেলে লেখা ছিল “রেসিপি নং-১”।

শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গত ৬-৭ মাস ধরে উপজেলার সাতটি ইউনিয়নের গ্রামাঞ্চলে প্রতিটি কার্ড ৫০০ টাকায় বিক্রি করতেন। প্রতিমাসে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা ও ১ কেজি চিনি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সরবরাহ করতেন পাম ওয়েল, তাও ২ লিটারের পরিবর্তে ১.৬ লিটার।

আটক শহিদুল ইসলাম নিজেকে সাবেক সেনা সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তার সহযোগী জাকের উল্লাহও প্রতারণা চক্রে যুক্ত ছিলেন। অভিযানে আটক দুজনকে পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের কাছে হস্তান্তর করা হলে শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং জাকের উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, শহিদুল ইসলাম এ পর্যন্ত প্রায় ৫ হাজার রেশন কার্ড বিক্রি করেছেন। তিনি আরও দুটি চক্র- “মাহাবুর” ও “ফ্যামেলি বাস্কেট”-এর সঙ্গেও যুক্ত, যারা যৌথভাবে প্রায় ১৫ হাজার গ্রাহকের সঙ্গে একই ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে।

প্রশাসন জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।