সরওয়ার কামাল, মহেশখালী;
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজসহ পলাতক আসামি নুর আহমদ (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নুর আহমদ মরহুম মতিউর রহমানের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হকের নির্দেশে এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বুধবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে কনস্টেবল আরিফুল ইসলাম, ফরহাদ উদ্দিন, আব্দুল মজিদ ও মিল্টন অংশ নেন।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার নুর আহমদের পুত্র আরিফ উল্লাহ (২৬) পালিয়ে যায়। অভিযানে গ্রেপ্তারকৃত নুর আহমদের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি কাঠের বাট যুক্ত সচল এক নলা বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে রাত্রিকালীন নাইট ডিউটি টিমের এসআই জীবন চন্দ্র দাশ, এএসআই হারুন মিয়া ও সঙ্গীয় ফোর্স এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করেন এবং জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তারকৃত নুর আহমদ ও পলাতক আসামি আরিফ উল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, মহেশখালীতে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি জনগণকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।