সিবিএন প্রতিবেদন:
বর্তমানে বাংলাদেশের ফুটবলের নাম আসলেই যাঁর কথা সবার আগে উঠে আসে, তিনি হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা দেশের ফুটবলে নতুন করে উন্মাদনার ঢেউ তুলেছেন। সেই হামজা চৌধুরী আজ (৪ জুন) প্রথমবারের মতো দেশের মাটিতে মাঠে নামলেন লাল-সবুজের জার্সি গায়ে।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামেন হামজা, আর অভিষেকেই জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন তিনি। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা। তার গোলে উৎসবে মাতেন দর্শকরা, যারা বহু দিন পর জাতীয় দলের খেলা দেখতে গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সোহেল রানা আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

হামজার ঘরের মাঠে অভিষেক, গোল আর দলের জয় — সব মিলিয়ে আজকের দিনটি বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য হয়ে থাকল স্মরণীয়। দেশীয় ফুটবলের জাগরণে হামজা চৌধুরীর এই উপস্থিতি নিঃসন্দেহে নতুন আশার আলো।