এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে এক কারিগরকে।
বুধবার (৪ জুন) ভোররাতে চকরিয়া থানার একটি দল বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈনাম্মারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার আবদুল বসুর পুত্র নুরুল আলম (৫২) নামের একজন অস্ত্র নির্মাতা কারিগরকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “নুরুল আলম তার নিজ ঘরে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা গড়ে তোলে। সেখান থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করা হত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।”
থানা সূত্র জানায়, কারখানাটি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও কাঁচামাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুরুল আলম একজন পেশাদার অস্ত্র নির্মাতা হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।