মো; আরকান, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন থেকে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী ভোলাইয়াঘোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহেদ ইকবালের স্ত্রী শাহিদা ইয়াসমিন (৪০)। অভিযানের সময় তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সূত্র জানায়, সেনাবাহিনীর একটি দল পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনামুলের নেতৃত্বে ভোরে সাহেদ ইকবালের বাড়িতে অভিযান চালায়। এসময় সাহেদ পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, শাহিদা ও সাহেদ দীর্ঘদিন ধরে পেকুয়ায় খুচরা মূল্যে ইয়াবা বিক্রি করে আসছেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত শাহিদাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”