সিবিএন ডেস্ক
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখ পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঈদুল আজহার ছুটি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ঈদে টানা ১০ দিনের ছুটি থাকলেও অর্থনীতিতে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না।
অর্থ উপদেষ্টা আরও জানান, বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্টদের মতামত ও প্রতিক্রিয়া বিবেচনা করে ২২ জুন বাজেট পাস করা হবে।
উল্লেখ্য, গত ২ জুন ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন। এটি দেশের ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, যা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রস্তাবিত বাজেটটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেট (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) থেকে ৭ হাজার কোটি টাকা কম, যা দেশের ইতিহাসে প্রথমবার বাজেট আকার হ্রাসের নজির। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ।