সিবিএন ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিবনগর সরকারের অন্য সদস্যদের মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের বিষয়ে যেসব কথা বলা হচ্ছে, তা সঠিক নয়।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এটা তো ঐতিহাসিক সত্য যে, মুজিবনগর সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? এটা একটা মিসলিডিং নিউজ হয়েছে। এটা সত্য নয়।”
উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে।