এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা নতুন সাতটি বসতি উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ বনভূমি পুনরুদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ জুন) দুপুর একটার দিকে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের শান্তিপুর পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন কক্সবাজার উত্তর বন বিভাগের মানিকপুর বিট কাম স্টেশন কর্মকর্তা আলাউদ্দিনসহ মানিকপুর ও ফাঁসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বিট কর্মকর্তা ও বন বিভাগের অন্যান্য স্টাফরা।

রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, “সম্প্রতি একটি দখলবাজ চক্র শান্তিপুর এলাকায় সংরক্ষিত বনভূমি জবরদখল করে তা প্লট আকারে বিক্রি শুরু করে এবং সেখানে অবৈধভাবে বসতি গড়ে তোলে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয়।”

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে নির্মিত টিন, ত্রিপল ও পলিথিন দিয়ে তৈরি সাতটি বসতি উচ্ছেদ করা হয়েছে। এসব বসতি গুঁড়িয়ে দিয়ে বনভূমি পুনরুদ্ধার করা হয়।

সরকারি বনভূমি দখল রোধে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।