এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে মাছ ধরার জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে ঘুমন্ত এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. আবদুর রশিদ (১৮)। একই ঘটনায় তার বড় ভাই তজুম উদ্দিন (২৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়াপাড়ার খালকাঁচা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মাছ ধরার জন্য বাড়ির পাশের একটি বিলে জাল বসিয়েছিলেন তজুম উদ্দিন। সোমবার রাতে সেটি চুরি হয়ে যায়। চুরির অভিযোগ ওঠে একই এলাকার মৃত জাফর আহমদের ছেলে জুনাইদ হোসেন ওরফে সায়েমের বিরুদ্ধে। এ নিয়ে রাতে আবদুর রশিদের সঙ্গে সায়েমের কথাকাটাকাটি হয়।
পরদিন বিকেলে সায়েম কৌশলে আবদুর রশিদের বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে বড় ভাই তজুম উদ্দিন এগিয়ে এলে তাকেও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুর রশিদকে মৃত ঘোষণা করেন। তজুম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী আরও জানান, অভিযুক্ত সায়েম এর আগেও বদরখালীতে এক এনজিওকর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত খুনিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।”