টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ১৪ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গত ১ জুন ২০২৫ দুপুরে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় মো. জাহাঙ্গীর আলম (১৪)। তার পিতা মো. ইসলাম ও মাতা রহিমা খাতুন। পরদিন তার মা টেকনাফ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ২ জুন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ গোদারবিল এলাকা থেকে অপহৃত কিশোর জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়। এসময় মানব পাচারে জড়িত মো. ইউনুস (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইউনুসের বাড়ি টেকনাফ উপজেলার পানছড়িপাড়া এলাকায়। তিনি মৃত অলি আহমেদের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইউনুস ও তার সহযোগীরা ভিকটিমকে বিদেশে পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছিল।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ ধারায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ ৩ জুন ২০২৫) রুজু করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও ভিকটিমকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।