নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সিটি কলেজের এডহক কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত ২৯ মে ২০২৫ তারিখের একটি চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়।

পরবর্তীতে গত ১ জুন ২০২৫, দুপুর ৩টায় কলেজের অধ্যক্ষের কক্ষে এডহক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ ও এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন। এডহক কমিটির সভাপতি ও সদস্য সচিব অধ্যক্ষ  আকতার উদ্দিন চৌধুরী নবনিযুক্ত বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট তাওহীদুল আনোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে—কক্সবাজার সিটি কলেজে পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন এবং একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নপূর্বক দ্রুত নির্বাচন সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ অনুসারে, হিতৈষী ও দাতা সদস্য নির্বাচন আয়োজনের জন্য অন্তত ৪৫ দিন পূর্বে নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় উল্লেখ করা হয় যে, গঠিত নির্বাচন কমিশন হিতৈষী ও দাতা সদস্য নির্বাচন সম্পন্ন করার পর অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের কাজও পরিচালনা করবে।

এডহক কমিটির এই কার্যকরী পদক্ষেপকে কলেজের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট মহল ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।