মো. আরকান, পেকুয়া:
“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলায় কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. কাওসার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাহমিদুল ইসলাম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের নিউট্রিশন কো-অর্ডিনেটর অনুপ চন্দ্র দে।
ডা. মুজিবুর রহমান বলেন, “২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চলমান সপ্তাহব্যাপী কার্যক্রমে মাতৃত্বকালীন ও শিশুর পুষ্টি সংক্রান্ত কাউন্সেলিং, পুষ্টি মেলা, পুষ্টি অলিম্পিয়াড এবং প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যই প্রথম শর্ত। সেই লক্ষ্যেই পুষ্টি সপ্তাহের কার্যক্রম আমাদের সময়োপযোগী উদ্যোগ।”
উল্লেখ্য, জাতীয়ভাবে পালিত এই পুষ্টি সপ্তাহের মূল উদ্দেশ্য হলো—সর্বস্তরে পুষ্টির গুরুত্ব তুলে ধরা এবং জনগণের খাদ্যাভ্যাসে সচেতনতা সৃষ্টি করা।