সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান):
আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের দুই সদস্যের স্বজনদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও একটি গাভী ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বেলা ১২ ঘটিকার সময় দুর্ঘটনার পর পরিবারটির পাশে দাঁড়ায় আলীকদম ম্রো ইয়ুথ অর্গানাইজেশন।
আলীকদম ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো বলেন,গত ১৬ মে কলার ঝিরি এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে জবিরাম কারবারী পাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ২৩ জন গুরুত্বর আহত হয় তার মধ্যে একই পরিবারে পিতা-পুত্রে মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা নগদ অর্থ ও একটি গাভী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি সেথং ম্রো।
নগত টাকা ও গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের সদস্য বৃন্দ।
দায়িত্বশীলরা বলেন, দুর্ঘটনায় পরিবারটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা অপূরণীয়। তবে এই সহায়তা হয়তো তাদের কষ্ট কিছুটা লাঘব করবে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এ দিকে গত ৩০মে অতিভারী বৃষ্টিপাত ও প্রচুর বাতাসের কারণে কুরুকপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেনরত পাড়ায় বাড়ির উঠানের গাছ ভেঙ্গে বাড়িতে পড়ে তাইপাও ম্রো (৫) কিশোরী মৃত্যু হওয়ায় নিহত পরিবার কে উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে নগত ১৫ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
প্রসঙ্গত, গত ১৬ মে আলীকদম উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্য নিহত হন। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।