আব্দুস সালাম, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে জাল টাকা দিয়ে ইয়াবা কিনতে গিয়ে আনসার সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। অভিযানে জাল টাকা, আনসার ইউনিফর্ম ও একটি কমান্ডো ব্যাগও জব্দ করা হয়েছে।
রোববার (২ জুন) রাতে টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া এলাকার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২ লাখ ৫০ হাজার টাকার জাল নোট, একটি কমান্ডো ব্যাগ ও আনসার বাহিনীর পোশাক উদ্ধার করা হয়।
আটকরা হলেন- আনসার সদস্য বিল্লাল হোসেন (৩৭) ও মো. রাশেদ (৩০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, “রাতে কিছু লোক জাল টাকা নিয়ে ইয়াবা কিনতে এসেছে- এমন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়া পাড়া এলাকার প্রধান সড়কে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
