আজিজুর রহমান রাজু, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ছয়দিন ধরে দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।
ঘরবাড়ির ভেতরে হাটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা চরম দুর্ভোগে রয়েছেন।পানিবন্দী অবস্থায় রয়েছেন স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের ছেলে প্রতিবন্ধী নাসির উদ্দীন। কাঁপা কণ্ঠে তিনি বলেন,ছয়দিন ধরে পানি ঘরের ভেতর। খাবার নেই, বিশুদ্ধ পানিও নেই। কেউ খোঁজ নেয়নি। প্রতিবন্ধী হয়ে এমনিতেও কোন কাজ করতে পারি না, ত্রাণ তো অনেক দূরের কথা। শুধু তাকিয়ে থাকি হয়তো কেউ আসবে, একটু খাবার নিয়ে আসবে। কিন্তু কেউ আসছে না।
স্থানীয়দের অভিযোগ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকেই অনাহারে কিংবা অপ্রতুল খাবার নিয়ে দিন কাটাচ্ছেন। দুর্গত এলাকায় এখনো পর্যাপ্ত কোনো সরকারি উদ্যোগ চোখে পড়েনি বলে দাবি তাদের।
এমতাবস্থায়, এলাকার মানুষজন জরুরি ভিত্তিতে ত্রাণ, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রশাসন, দাতা সংস্থা ও সমাজের সামর্থ্যবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
