আবুল কাসেম, রামু;

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া গরু ফেরত আনার পথে ‘জাদি পাহাড়’ নামক স্থানে ডাকাতদের হামলার শিকার হন কয়েকজন। গরু ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ডাকাতরা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তিনজনকে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ (পিতা: আবদুর রহিম), ফুলনীর চর, কাউয়ারখোপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা, মারা যান। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন।

জানা গেছে, গরুর মালিক রামু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল কাদের। হামলায় নেতৃত্ব দেন কাউয়ারখোপ এলাকার কালু মেম্বারের ছেলে জাহেদ, জাকের হোসেনের ছেলে মো. আলম এবং ইকবাল।