কক্সবাজার সংবাদদাতা:
টানা ভারী বর্ষণে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে পাতলী খালপাড়, হিন্দুপাড়া, বাংলাবাজারসহ নিচু এলাকাগুলো পানিতে ডুবে জনদুর্ভোগ তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর তত্ত্বাবধানে পাতলী খালের উভয় পাশে খালের প্রবাহ বন্ধ করে রাখা অবৈধ বাঁধ ও দখল উচ্ছেদে এক্সকাভেটরের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে খাল থেকে আবর্জনা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
খুরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় সরকারি জায়গা দখল করে ড্রেনের মুখ বন্ধ করায় সৃষ্ট হয় জলাবদ্ধতা। বিষয়টি তদন্ত শেষে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী এক দখলদারকে ১২ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে ড্রেনের মুখ উন্মুক্ত করে পানি চলাচলের পথ খুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হয়।
ইউএনও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন এবং ড্রেন ও নালার ওপর গড়ে ওঠা সব ধরনের অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন। একইসঙ্গে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হয়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খুরুলিয়া গরুর হাটে কোরবানির পশুদের কষ্ট লাঘবে ত্রিপলের ছাউনি নির্মাণের জন্য ইজারাদারকে নির্দেশ দেন ইউএনও।
এছাড়াও, পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি জেলগেট সংলগ্ন পালস স্কুলের পাশে অবৈধ পাহাড় কাটার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে না পেলেও পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “জনগণের দুর্ভোগ লাঘব আমাদের অগ্রাধিকার। খাল, নালা, ড্রেন বা সরকারি জায়গা দখল করে যারা জলাবদ্ধতা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সক্রিয় সহযোগিতার মাধ্যমে আমরা এই সংকট মোকাবিলায় প্রতিজ্ঞাবদ্ধ।”
