এম. মনছুর আলম, চকরিয়া;
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি প্রসূতি সেবায় অসাধারণ অগ্রগতি দেখা গেছে। সরকারি এই হাসপাতালে মে মাসজুড়ে ১৭৮টি স্বাভাবিক (নরমাল) ও ৩টি জরুরি সিজারিয়ান ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৫, ২৭ ও ৩১ মে—এই তিন দিনে ৩ জন প্রসূতির জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে চলমান প্রাকৃতিক দুর্যোগ এবং বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীরা দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীনের তত্ত্বাবধানে এবং হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ, অভিজ্ঞ নার্স ও অপারেশন টিমের নিবেদিত প্রচেষ্টায় এই সিজারিয়ান অপারেশনগুলো সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে প্রসূতি মা ও নবজাতকেরা সবাই সুস্থ আছেন।
চিকিৎসাসেবা পরিচালনার ক্ষেত্রে হাসপাতালের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সমন্বয় প্রশংসনীয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ১২টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয় একদিনেই, যা হাসপাতালের সক্ষমতা ও সংকট মোকাবিলায় প্রস্তুতির উজ্জ্বল প্রমাণ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, গর্ভবতী নারীদের প্রসবব্যথা শুরু হলেই যেন তাঁরা বিলম্ব না করে সরাসরি সরকারি হাসপাতালে চলে আসেন। তিনি আশ্বাস দেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি টিম যেকোনো সময় গর্ভবতী মায়েদের সেবায় প্রস্তুত রয়েছে।
