চকরিয়া সংবাদদাতা ;
বৃহত্তর চকরিয়া-মাতামুহুরি সাংগঠনিক উপজেলার অটোরিকশা-টেম্পো-সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট–১৪৯১)-এর অধীনে সিএনজি স্টেশন নিয়ন্ত্রণে নিতে গিয়ে একই রেজিস্ট্রেশন নম্বরে দুইটি পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে করে যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন শ্রমিকরা।
ঘোষিত দুই কমিটির নেতারা একে অপরকে অবৈধ বলে অভিহিত করেছেন। ফলে সাধারণ শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, কক্সবাজার জেলা অটোরিকশা-টেম্পো-সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৪৯১) কর্তৃক একই নামে দুইটি কমিটি ঘোষণাই এই বিভেদ ও উত্তেজনার মূল কারণ।
ঘোষিত দুই কমিটির মধ্যে একটিতে জয়নাল আবেদীনকে সভাপতি ও আব্দু রহিমকে সাধারণ সম্পাদক করে ২৫ মে জেলা কমিটি ঘোষণা করেন সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হক। অন্যদিকে, ২২ মে আলমগীর কালুকে সভাপতি ও আব্দুল কাদের ভুট্টোকে সাধারণ সম্পাদক করে অপর একটি কমিটি ঘোষণা করা হয়, যা কক্সবাজার জেলা সভাপতি রাশেদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ স্বাক্ষরিত প্যাডে প্রকাশিত হয়।
একই নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ঘোষিত দুই কমিটি ঘিরে সংঘর্ষের শঙ্কা বাড়ছে। উভয় কমিটির নেতারা বিএনপি সমর্থিত হওয়ায় সাধারণ সিএনজি শ্রমিকরা অঘটন এড়াতে দ্রুত রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিএনপি নেতৃবৃন্দের প্রতি।
