আবুল কাশেম, রামু:
রামুতে “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প” অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রামু উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হিমছড়ি হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাসেম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-গালিবের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এই জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত না করতে পারলে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তারা আমাদের ভাই, সমাজের অংশ। তাদের আত্ম-সামাজিক উন্নয়নে সমাজের প্রতিটি শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।
সেমিনারে শিক্ষক, সাংবাদিকসহ প্রান্তিক জনগোষ্ঠীর—কামার, কুমার, মুচি, নাপিত, কুটিরশিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
