আজিজুর রহমান রাজু, ঈদগাঁও:

চট্টগ্রামের কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী ৯ নম্বর ওয়ার্ডে টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে ঘরবাড়ি, রাস্তাঘাট এমনকি ধর্মীয় স্থাপনাগুলোতেও পানি ঢুকে পড়েছে। পানিবন্দী পরিবারগুলোর মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার জেলা ইউনিটের অধীনস্থ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে উৎসাহিত করছে এবং মানবিক সহানুভূতির সঙ্গে কাজ করছে।

স্থানীয় বাসিন্দা আরফা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুইদিন ধরে পানি জমে আছে। এখনো কেউ আমাদের খাবার দেয়নি। বৃষ্টির পানি খেয়ে আর দোকান থেকে চুলামুড়ি এনে কোনোভাবে দিন পার করছি।”

এলাকার গোমাতলী জামে মসজিদটিও পানিতে তলিয়ে গেছে। মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম জানান, “মসজিদের ভেতরে কোমরসমান পানি উঠেছে। নামাজ আদায় বন্ধ রয়েছে। মুসল্লিরা আসতে পারছেন না।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, এখনও পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো পক্ষ থেকে ত্রাণ বা বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়নি। তারা দ্রুত খাবার, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন।

পানিবন্দী পরিবারগুলো আশঙ্কা প্রকাশ করে জানায়, দীর্ঘদিন পানি জমে থাকলে এলাকায় ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।