সিবিএন ডেস্ক

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগ অতিক্রম করায় আগামীকাল শনিবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বিকেলের মধ্যে নিম্নচাপটি লঘুচাপে পরিণত হলে বরিশাল ও খুলনা অঞ্চলে বৃষ্টি কমে আসতে পারে। সেই সঙ্গে হ্রাস পেতে পারে বাতাসের গতিবেগও।

শুক্রবার (৩০ মে) এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

তিনি বলেন, এই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই। তবে সাগরে এখনও বায়ু প্রবাহ সক্রিয় থাকায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আরও জানান, বরিশাল ও খুলনা বাদে দেশের কিছু কিছু অঞ্চলে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাত আরও একদিন স্থায়ী হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদী কোর্ট এলাকায়, ২৮৫ মি.মি.; দ্বিতীয় সর্বোচ্চ চাঁদপুরে, ২৪১ মি.মি.।