নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতে নগরীর পাহাড়তলী থানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম উদ্ধার করা হয়।

অভিযানে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চলতি মে মাসে এটি তৃতীয় দফায় কেএনএফের জন্য তৈরি ইউনিফর্ম জব্দের ঘটনা। এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এসব ইউনিফর্ম কেএনএফ সদস্যদের জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এর আগে, ১৭ মে নগরীর অক্সিজেন এলাকার নয়ারহাটে অবস্থিত ‘রিংভো অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম এবং ২৬ মে চট্টগ্রাম শহরের একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর জন্য শহরের মাঝখানে গোপনে ইউনিফর্ম তৈরির ঘটনা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল অবস্থান এবং সংশ্লিষ্ট কারখানা মালিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে এই চক্র আরও সাহসী হয়ে উঠতে পারে।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাবের একটি দল যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।