প্রেস বিজ্ঞপ্তি;

কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার চাঞ্চল্যকর ছিনতাইকারী ও ডাকাতি মামলার আসামি মো. শাহিন ওরফে বুলেটকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। রোববার (২৫ মে) রাতে কক্সবাজার পৌরসভার বিলকিস মার্কেট এলাকা থেকে তাকে অস্ত্র ও ৭টির অধিক মামলার আসামি হিসেবে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-১৫ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে তারা দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলে কাজ করছে। কক্সবাজারের মতো পর্যটননির্ভর এলাকায় ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ পর্যটকদের আতঙ্কিত করছে। তাই র‌্যাব এসব অপরাধের উৎস চিহ্নিত করে নিরসনে কাজ করছে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিএসসি এর চৌকস আভিযানিক দল বিলকিস মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন ওরফে বুলেটকে একটি বাটন ফোনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শাহিন (২৭) কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. হানিফ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।