নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও প্রথম জেনারেল মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি কক্সবাজার জেলায়

প্রকাশ: ২৫ মে, ২০২৫ ১১:২৫ , আপডেট: ২৫ মে, ২০২৫ ১১:৩৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি, কক্সবাজার জেলার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও প্রথম সাধারণ সভা (জেনারেল মিটিং) অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ মে সন্ধ্যায় কক্সবাজারের সায়মান হেরিটেজ রেসিডেন্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাবিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি ( সাধারণ সম্পাদক) মীর মোহাম্মদ আবদুল মালেক।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে—এমআরপি বাস্তবায়ন, উপজেলা কমিটি বিলুপ্তি ও এক মাসের মধ্যে নতুন উপজেলা কমিটি গঠন, বার্ষিক পিকনিক আয়োজন, নতুন সদস্য সংগ্রহ, ওষুধবিষয়ক বই বিতরণ এবং সমিতিকে আরও কার্যকর ও গতিশীল করতে কয়েকটি উপ-কমিটি গঠন।

সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, অসিত চৌধুরী এবং সদস্য তিলক চৌধুরী, দেলোয়ার হোসাইন কুতুবী, রাজু সেন, মোহাম্মদ আশরাফুল আজিজ, ভাস্কর দাশ, আবু কায়সার লিটন, আব্দুর রহিম, আবদুল বারী, এপোলো দত্ত, মো. ইকবাল হোসাইন, রফিকুর রহমান রফিক, উত্তম শীল এবং লিটন সেন।

সভাটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সদস্যরা সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।