টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় মাদক কারবারি-যুবলীগ নেতা সন্ত্রাসী হামলায় জেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ইউনুছ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।অন্যরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২২মে)রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।এঘটনায় মোঃ আইয়ুব বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার আলী আহমদ প্রকাশ আলুগোলার ছেলে আত্নস্বীকৃত ইয়াবা কারবারি শীর্ষ গডফাদার একাধিক মামলার আসামি শামসুল আলম প্রকাশ ইয়াবা শমসু,তার সহোদর ভাই শীর্ষ ইয়াবা কারবারি আলমগীর,নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম প্রকাশ ইয়াবা নুরু,শীর্ষ ইয়াবা গডফাদার তোফাইল,জাহাঙ্গীর, মোহাম্মদ আলম প্রকাশ সো আলম,লেজির পাড়ার ফয়েজের নেতৃত্বে মুন্ডার ডেইল বোট ঘাট থেকে ট্রলার মেরামত করে বাড়ি ফেরার সময় মৌলভী পাড়ার মৃত আবুল হোসনের ছেলে হাফেজ মাওলানা মোঃ ইউনুছ (৩৬) কে সারা শরীরে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।এসময় একই এলাকার ফাহাদ ও নুর বশর মাছ ধরা শেষে বাড়ি যাওয়ার পথিমধ্যে তাদের পথরোধ করে মারাত্মক ভাবে কুপিয়ে ও মারধর করে শামসু মেম্বারের বাড়িতে আটকে রাখে।তাদের কাছ থেকে ব্যবহারিত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।সন্ত্রাসীরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আঘাত ও মারধর করিলে তারা মাঠিতে লুটিয়ে পড়ে।একপর্যায়ে টেকনাফ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে।এতে গুরুতর আহত ইউনুসের অবস্থা আশংকাজনক। এছাড়াও আরো দু’জন আহত হয়।
হামলা কারীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও সন্ত্রাসী। উক্ত হামলাকারীদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।তারা আত্নসমর্পণকারী-মাদক কারবারী, নিষিদ্ধ সংগঠন  যুবলীগের নেতা এবং এলাকার চিহ্নিত সন্ত্রাস,চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে।
গুরুতর আহত ইউনুসের স্ত্রী বলেন,ট্রলার মেরামতের কাজ শেষে মুন্ডার ডেইল ঘাট থেকে বাসায় আসার সময় সিকদার পাড়া ব্রীজের পাশে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসী দল আমার স্বামীকে কুপিয়ে ও হামলা করে।এ সময় একই এলাকার আরে দুইজনকে এলোপাতারি কুপিয়ে ও মারধর করে আমার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।এ ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।