নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় বহিষ্কৃত ৯ ছাত্রীর মধ্যে ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকি ৩ জনের শাস্তি বহাল রাখা হয়েছে।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
যাদের বহিষ্কারাদেশ বহাল রয়েছে, তারা হলেন—ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের রওজাতুল জান্নাত নিশা, জান্নাতুল মাওয়া মিথিলা এবং মার্কেটিং বিভাগের মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার)।
অন্যদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া ছয় শিক্ষার্থী হলেন—আইন বিভাগের আফসানা এনায়েত এমি, মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের এলিসা স্বর্ণা চৌধুরী, সাংবাদিকতা বিভাগের ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, ক্রিমিনোলজি বিভাগের উম্মে হাবিবা বৃষ্টি এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ফারজানা ইয়াসমিন পুতুল।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলে সাংবাদিক ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়জন ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে। ওই দিন বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।