সংবাদ বিজ্ঞপ্তি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দলীয় জেলা-উপজেলা দায়িত্বশীলদের অংশগ্রহণে তারবিয়াত (প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর ২ টায় শহরের একটি আবাসিক হোটেলের অডিটরিয়ামে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম।
তিনি বলেন, যে কোন আন্দোলন সফল করার জন্য প্রয়োজন দক্ষ কর্মী বাহিনী। আর দক্ষতার জন্য প্রয়োজন সময়োপযোগী প্রশিক্ষণ। ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীলকে জ্ঞানগত দিক থেকে বুৎপত্তি অর্জনের সাথে সাংগঠনিক পারদর্শিতা অর্জন করতে হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁর দ্বীন কায়েম করার দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি আমাদেরকে ব্যর্থ নয়, সফল মুমিন হিসেবে দেখতে চান। এজন্য আমাদের যোগ্যতা অর্জন করতে হবে এবং জান-মাল-সময় কুরবানি দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
জেলা সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে কর্মশালায় জেলা কমিটির আমেলা দায়িত্বশীলদের পাশাপাশি থানা ও উপজেলা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য মাওলানা মুফতী মোস্তফা কালাম, কক্সবাজার জেলা সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী।
কর্মশালায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নির্বাচনমুখী দল। আমরা আগেও নির্বাচনে অংশ নিয়েছি, আগামীতেও অংশ গ্রণ করবো। ইনশা-আল্লাহ। দেশের জনগণ এখন সৎ ও আল্লাহভীরু নেতৃত্বকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আমরা অন্তর্র্বতীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা পেশ করেছি। যদি সেই সংস্কার ছাড়া নির্বাচন হয়, তবে তা হবে পতিত ফ্যাসিবাদী আমলের পুনরাবৃত্তি, যা দেশের জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, আমাদের আমীর, পীর সাহেব চরমোনাই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আলীকে সংবর্ধনা ও বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন।
জেলা সেক্রেটারি এ আর এম ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-জেলা বামুক ছদর আলহাজ্ব বদিউল আলম সওদাগর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানসহ সহযোগী থানা ও উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।