জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
মানসম্মত শিক্ষা এবং ভালো ফলাফলের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরে অবস্থিত হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল্লাহ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. শাহেদা আক্তার রোজী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য কাঞ্চন বড়ুয়া, হাজী সামশুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন এবং লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংবাদিক খলিল চৌধুরী প্রমুখ।