এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে মো. মিজান উদ্দিন (৩০) নামে ইউনিয়ন যুবলীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বেতুয়া বাজার এলাকা থেকে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাতামুহুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া।

গ্রেপ্তারকৃত মিজান উদ্দিন চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকার মোস্তাক আহমদের ছেলে। তিনি বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবেও পরিচিত।

পুলিশ জানায়, বেতুয়া বাজার এলাকায় নাশকতাসহ একাধিক মামলায় পরোয়ানাভুক্ত একজন আসামি অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ওসি’র নির্দেশে এসআই আনোয়ার ও এএসআই মহিব উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি মো. মিজান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মিজান উদ্দিনের বিরুদ্ধে নাশকতা ও রাজনৈতিক অভিযোগসহ সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।