মো. আরকান, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশের ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফায়সাল (২৫)। তিনি পেকুয়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম জসিম উদ্দিন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) উগ্যজাই মারমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, ফায়সাল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের সক্রিয় নেতা ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।