মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য টেকনাফের হ্নীলার অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম-৩ আর নেই। রোববার (১১ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
প্রবীণ আইনজীবী মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম টেকনাফর হ্নীলা বাজারের পূর্ব পানখালীর মৃত আবদু রসিদের পুত্র। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক আপ্যায়ন ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট রশিদুল আলমের পিতা। মৃত্যুকালে তিনি ১ কন্যা ও ৩ পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ১৯৯০ সালের ৭ অক্টোবর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। প্রবীণ আইনজীবীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলমের মৃত্যুর খবরে তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলমের প্রথম নামাজে জানাজা রোববার (১১ মে) আসরের নামাজের পর কক্সবাজার (কেন্দ্রীয়) মডেল জামে মসজিদ প্রাঙ্গনে এবং দ্বিতীয় নামাজে জানাজা একইদিন এশারের নামাজের পর টেকনাফের হ্নীলা দারুচ্ছুন্নাহ ফাজিল (ডিগ্রী) মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী, মরহুমের সন্তান অ্যাডভোকেট রশিদুল আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। উভয় জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লী অংশ নেন।
আইনজীবী সমিতির শোক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া, আরো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শোক প্রকাশ করা হয়েছে।