নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর দূর্গাপুরে আলোচিত মকবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আলামিনসহ পাঁচজন পলাতক এজাহারনামীয় আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫ ও র্যাব-৫ এর যৌথ আভিযানিক দল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহীর দূর্গাপুরে পরকীয়া সম্পর্কের জেরে গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. মকবুল হোসেনসহ গ্রামবাসীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে মকবুল হোসেন গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশজুড়ে গণমাধ্যমে আলোড়ন তোলে। নিহতের স্ত্রী দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
র্যাব-৫ ও র্যাব-১৫ এর যৌথ গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, আসামিরা কক্সবাজারে লুকিয়ে রয়েছে। এরই ধারাবাহিকতায় ১১ মে ভোরে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ জন আসামিকে ৪টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর দূর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মৃত আজাহারের ছেলে মো. আলামিন (৩৫), মো. আরফান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৫), মৃত আজির উদ্দিনের ছেলে মো. শাহাবুর (৩০), মো. গবির উদ্দিনের ছেলে মো. রিপন (২৫) এবং মো. মেহের আলীর ছেলে মো. মেহেদী হাসান বাটুল (২২)।
গ্রেফতারকৃত আসামিদের রাজশাহীর দূর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।