সিবিএন অনলাইন ডেস্ক

নতুন সংবিধান তৈরির আগ পর্যন্ত ১৯৭২ সালের সংবিধানে প্রয়োজনীয় সংশোধন এনে রাষ্ট্র পরিচালনার পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, “মৌলিক ধারাসমূহেও পরিবর্তন আনা যেতে পারে। উচ্চ আদালত ও সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যকরভাবে ব্যবহার করতে পারলে বহু সমস্যার সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “ছোট ছোট আইন করেও বড় পরিবর্তন আনা যায়। নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে, কিন্তু এর আগেই আইনি পথে অনেক উন্নয়ন সম্ভব।”

প্রধানমন্ত্রীর দুই মেয়াদ নির্ধারণ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, “স্বৈরতন্ত্র রোধে এটি একমাত্র সমাধান হতে পারে না।”

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, “শুধু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যৎ বাংলাদেশ গড়া যাবে না। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকসই হবে না।”

এই বিষয়ে আপনার আরও কিছু যুক্ত করতে চান?