চকরিয়া সংবাদদাতা:
কক্সবাজারের চকরিয়ায় পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে মোহাম্মদ শাহেদ (১৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৭ মে) সকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহেদ ওই এলাকার সোলতান আহমদের ছেলে।
পুলিশ জানায়, সাহারবিল ইউনিয়ন পরিষদের রেলব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় আবু ছৈয়দের বাড়িতে নির্মাণকাজ করছিলেন শাহেদসহ কয়েকজন শ্রমিক। কাজের সময় তারা বাড়ির দ্বিতীয় তলায় ওঠেন, যেখানে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন তার খুব কাছাকাছি ছিল। অসাবধানতাবশত শাহেদ ওই তারে জড়িয়ে যান এবং কিছুক্ষণ পর নিচে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া জোনাল অফিসের পল্লী বিদ্যুতের ডিজিএম মো. এমরান গনি বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি। কীভাবে শ্রমিকটি বিদ্যুতের তারে জড়াল, তা তদন্ত করে দেখা হবে।”
ওসি শফিকুল ইসলাম আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তা হস্তান্তর করা হয়েছে।
