মো. আরকান, পেকুয়াঃ
পেকুয়ায় ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করে আহলে সুন্নাতে ওয়াল জামাআত পেকুয়া উপজেলা।
শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫ টায় পেকুয়া চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. আলী আজমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ পেকুয়া উপজেলার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন নোমানী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও পেকুয়ার কৃতি সন্তান মাওলানা ছিদ্দিক আকবর মেহেদী, কক্সবাজার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জামাআত পেকুয়া উপজেলার সভাপতি মাওলানা সাহাদাত হোছাইন আল কাদেরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পেকুয়া উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. জামাল হোছাইন, ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকের হোছাইনসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা রইস উদ্দিনকে কারা হেফাজতে পৈশাচিক নির্যাতন চালিয়ে বিনা চিকিৎসায় মারা হয়েছে। মৃত্যুর সময় এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি জালিমরা। তার এ মৃত্যু আমাদের কারবালার ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তাছাড়া, সরকার দেশে নারী অধিকার কমিশন নামে ইসলাম বিরোধী যে কর্যক্রম হাতে নিয়েছে আমার তা এই দেশে বাস্তবায়ন হতে দিবো না।
